চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অমিতাভ রেজা
সিনেমার নাম ‘আয়নাবাজি’। এই শহরের ভিতরে আরও একটা শহর আছে, যার গল্প এখন আমরা আর শুনি না। সিনেমা নাটকেও তাকে দেখা যায় না। “আয়নাবাজি” সেই শহরের গল্প।
কনটেন্ট ম্যাটারস লিঃ-এর প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছে হাফ স্টপ ডাউন লিঃ। পরিচালনয় থাকছেন ছোটপর্দার খ্যাতিমান অমিতাভ রেজা। ইতোমধ্যে চলচ্চিত্রটির প্রাথমিক কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম শাওন এবং আরও অনেকে। চলচ্চিত্রটির কাহিনী ও ভাবনা এসেছে গাউসুল আলম শাওন-এর কাছ থেকে। চিত্রনাট্য রচনা করেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন।
চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে ২৯ মার্চ ২০১৫, সকাল ১০ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ব্যালকনি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা, কনটেন্ট ম্যাটারস লিঃ এর পক্ষে আয়নাবাজি’র প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও গাউসুল আলম শাওন এবং অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অন্যান্য কলা কৌশলী।
চলচ্চিত্রটির মূল চরিত্র আয়না একটি মফস্বল শহরে বাস করে যেখানে এখনও আধুনিক সমাজের কৃত্রিমতার ছোঁয়া লাগেনি। একটি নাটকের দল নিয়ে সহজ-সরল জীবন যাপনে মেতে থাকে সে। এর মাঝে তার জীবনে আসে প্রেম। একদিন জীবিকার তাগিদে তাকে এই মফস্বল ছেড়ে ব্যস্ত শহরে পাড়ি জমাতে হয়। তার আজীবনের স্বপ্ন অভিনেতা হওয়া। কিন্তু ব্যস্ত শহরে এসে সে অভিনেতা হিসেবে দাঁড়ানোর জায়গা পায় ঠিকই কিন্তু হারিয়ে ফেলে সেই মফস্বলের সহজ-সরল জীবন। সে মাঝে মাঝে মফস্বলে আসে, যদিও সেই পুরনো অনুভূতিগুলোকে খুঁজে পায় না। শহুরে মুখোশ সে কিছুতেই ছাড়তে পারে না। যে অভিনয়কে ভালোবেসে আয়না এই শহরকে মঞ্চ বানাতে চায়, সেই মঞ্চ একদিন হয়ে যায় ফাঁসির মঞ্চ- যার জল্লাদের হাসির কাছে এই শহরের সেরা অভিনেতা পরাজয়ের শেষ বিন্দুতে দাঁড়িয়ে থাকে।
সাতদিন/এমজেড