বিকাল ৫টা ৩০ মি, ৩০ মার্চ, জিটিভি
এই সন্ধ্যার অতিথি
কন্ঠযোদ্ধা নমিত ঘোষ
প্রযোজনা: সোহেল রানা
উপস্থাপনা: এলিনা শাম্মী
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ। তিনি যখন কন্ঠশিল্পী হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। দেশের সংকটময় সময়ে কিশোরী নমিতা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। হানাদার বাহিনীর অত্যাচার শুরু হলে নমিতা পরিবারের সাথে দেশ ছাড়তে বাধ্য হন। আগরতলায় তিনি আবদুল জব্বার ও আপেল মাহমুদের দেখা পান। গলায় হারমনিয়াম বেঁধে তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ, জামা-কাপড় ও খাবার সংগ্রহ করতেন। এভাবে আরও অনেক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত হন এবং একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে অনন্য ভূমিকা রেখেছেন।
কন্ঠযোদ্ধা নমিতা ঘোষকে দেখা যাবে জিটিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘এই সন্ধ্যা’র অতিথি হিসেবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা এবং সঞ্চালনা করেছেন এলিনা শাম্মী।
সাতদিন/এমজেড