সন্ধ্যা ৬টা ৩০ মি, ২০ এপ্রিল, চ্যানেল নাইন
অর্থনীতির শিল্পী 'একজন অমর্ত্য সেন'
পরিচালনা: মাহফুজুর রহমান
নোবেল বিজয়ী বাঙালি ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রথাগত অর্থনীতির বাইরে এসে যিনি বলেন 'আইডিয়ার সাহায্যেই বাস্তব পৃথিবীর পরিবর্তন ঘটে', 'সামাজিক অর্থনৈতিক ছাড়াও বৈষ্যমের সাথে সংস্কৃতির একটা যোগ আছে'। তিনি বর্তমানে থমাস ডাব্লিউ লেমন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস, ট্রিনিট্রি কলেজ, অক্সব্রিজ এবং ক্যামব্রিজের একজন সিনিয়র ফেলো। এছাড়াও তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেমব্রিজের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।তিনি বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠান হেলথ ইমপ্যাক্ট ফান্ডের এডভাইজরি বোর্ড অফ ইনসেন্টিভ ফর গ্লোবাল হেলথ এর সদস্য। তিনিই প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন। এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছেন।অমর্ত্য সেনের লিখিত বই বিগত চল্লিশ বছর ধরে প্রায় তিরিশটি ভাষায় অনূদিত হয়েছে। তিনি ইকোনমিস্ট ফর পিস এন্ড সিকিউরিটির একজন ট্রাষ্টি। ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে অনূর্ধ ষাঁট বছর বয়সী ভারতীয় বীর হিসেবে চিহ্নিত করেছে এবং ২০১০ সালে তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় স্থান দেওয়া হয়েছে। নিউ স্টেটসম্যান ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ৫০ গুরুত্বপূর্ন প্রভাবশালী ব্যাক্তির তালিকায় স্থান দিয়েছে।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং জঁ দ্রেজের যৌথভাবে রচিত ‘ভারত:উন্নয়ন ও বঞ্চনা’ বইয়ের প্রকাশনা উৎসবে যোগ দিতে ২২ ফেব্রুয়ারি রাতে ঢাকা এসেছিলেন তিনি। এ উপলক্ষে পরদিন রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একক বক্তৃতা প্রদান করেন অমর্ত্য সেন'। বক্তব্য অনুষ্ঠানে অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের নানা সমস্যার বিষয়ে আলোচনার সাথে বাংলাদেশের সম্ভাবনার কথা বলেছেন বারবার। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে গবেষণা ও উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত এ অর্থনীতিবিদের বক্তৃতা ও প্রকাশনা উৎসবের যৌথ আয়োজক ছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ‘প্রথমআলো’। অর্থনীতির এ শিল্পীর উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের নানা সংকট এবং সম্ভাবনা নিয়ে দেয়া বক্তব্য দিয়ে 'একজন অমর্ত্য সেন' অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
মাহফুজুর রহমানের পরিচালনায় আজ রাত ৮টা ৪৫ মিনিটে চ্যানেল নাইনে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।