বিকাল ৩টা ৫ মি, ৬ এপ্রিল, চ্যানেল আই
বাংলায় ডাবকৃত ইংরেজি সিনেমা
দ্য ডেল্টা ফোর্স
পরিচালনা: মেনাহেম গোলান
অভিনয়: চাক নরিস, লে মারভিন, মার্টিন বালসাম
ইউএস ডেল্টা ফোর্স থেকে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরে দাঁড়িয়েছিল মেজর স্কট ম্যাককয়। এর পাঁচ বছর পর কর্নেল আলেক্সান্ডারের সাথে তাকে আবারও এক অভিযানে যেতে হয়। কারণ লেবাননের এক জঙ্গি গোষ্ঠী বোয়িং ৭০৭ বিমান হাইজ্যাক করে নিয়ে গেছে। সন্ত্রাসী দলটি বিমানের পাইলট এবং যাত্রীদের জিম্মি করে রেখেছে। আলেক্সান্ডার এবং স্কট যাত্রীদের বাঁচাতে মরণপণ চেষ্টা চালিয়ে যায়। এই অভিযানের গল্প নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দ্য ডেল্টা ফোর্স’।
মেনাহেম গোলান-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন চাক নরিস, লে মারভিন, মার্টিন বালসাম, স্টিভ জেমস, উইলিয়াম ওয়ালেস প্রমূখ।
সাতদিন/এমজেড