দুপুর ১টা ৩১ মার্চ, এনটিভি
কাজী সিরাজুল ইসলাম’কে
নিয়ে বিজনেস আইকন
প্রযোজনা: আহসানুল হক পলাশ
ব্যবসায়ি ও রাজনীতিবিদ কাজী সিরাজুল ইসলাম’কে নিয়ে নির্মিত হয়েছে এনটিভি’র তথ্যচিত্রভিত্তিক অনুষ্ঠান বিজনেস আইকন-এর এবারের পর্ব। ফরিদপুর-১ আসন থেকে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একই সাথে অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধার। কাজী সিরাজ একাধারে আমিন জুয়েলার্স-এর চেয়ারম্যান, প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালক, সিটি হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান, সোনার বাংলা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর এডভাজার, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সদস্য এবং পিওপলস ইউনিভার্সিটি’র পরিচালক। এ ছাড়া তিনি বাংলাদেশ জুয়েলারি সমিতি’র সভাপতি।
‘বিজনেস আইকন’ অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন সফল ব্যবসায়ির জীবনের গল্প দর্শকদের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আহসানুল হক পলাশ।
সাতদিন/এমজেড