রাত ১০টা, ৩০ মার্চ, এশিয়ান টিভি
ইয়ং স্টার্স-এর অতিথি
রওনক হাসান ও অহনা রহমান
পরিচালনা: ইমরান আলী
উপস্থাপনা: দেবাশীষ বিশ্বাস
এশিয়ান টিভির নিয়মিত আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘ইয়ং স্টার্স’-এর এবারের পর্বের অতিথি হিসেবে দেখা যাবে মিডিয়া জগতের দুই জনপ্রিয় ব্যক্তিত্ব রওনক হাসান ও অহনা রহমানকে।
বিজ্ঞাপনে মডেল হিসবেই মিডিয়া জগতে পা রাখেন অহনা রহমান। তারপর ধীরে ধীরে ছোট ও বড় পর্দায় অভিনয় শুরু করেন তিনি। অহনা নামে সবার কাছে পরিচিত হলেও পরিবারের সবাই তাঁকে লাকি নামে ডাকেন। বর্তমানে তাঁর অভিনয়ে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে বেশ কিছু ধারাবাহিক নাটক। এ ছাড়া একক নাটক ও টেলিফিল্মেও অভিনয় করছেন নিয়মিত।
অপরদিকে রওনক হাসান এ সময়ের জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা। বর্তমানে বিভিন্ন টেলিভিশনে তাঁর ডজনখানেক ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে—‘জয়তা’, ‘নোয়াশাল’ ‘সখি ভালোবাসা কারে কয়’, ‘বিজলী’ ইত্যাদি।
‘ইয়ং স্টার্স’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইমরান আলী এবং উপস্থাপনায় আছেন দেবাশীষ বিশ্বাস।
সাতদিন/এমজেড