রাত ৯টা ৫মি, ৩১ মার্চ, বাংলাভিশন
প্রতিষ্ঠাবার্ষিকী’র বিশেষ নাটক
শূন্যতার বৃত্তে
রচনা ও পরিচালনা: আর. বি. প্রীতম
অভিনয়: নোবেল ও শখ
বাসস্ট্যান্ডে একটি মেয়ের সামনে হঠাৎ একটি ছেলে এসে দাঁড়ায়। মেয়েটি ছেলেটিকে বলে তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। ছেলেটি জানতে চায় কেন সে তার সাথে সম্পর্ক রাখতে পারবে না। উত্তরে মেয়েটি বলে তুমি একটু চিন্তা করে দেখতো শেষ দুই দিনে তুমি কি করেছ। ছেলেটি মনে মনে ভাবে তাদের মাঝে ঘটে যাওয়া সব ঝগড়ার-ই তো সমাপ্ত হয়েছে ভালোবাসা দিয়ে। হঠাৎ তার মনে পরে সন্ধ্যায় ছেলেটি কনসার্টে যেতে দেরি হচ্ছে বলে ঐ দিন আর মেয়েটিকে রাস্তা পার করে দেওয়া হয় না। এর আগে ছেলেটি মেয়েটিকে প্রতিদিনই রাস্তা পার করে দিয়ে যেত। কারণ মেয়েটি রাস্তা পার হতে ভয় পায়।
এটা মনে পরার সাথে সাথে সে দৌড়ে ঐ রাস্তার পাশে যায় এবং একজন দোকানদারকে জিজ্ঞেস করে ভাই ঐ দিন এখানে একটা মেয়েকে রেখে গিয়েছিলাম তাকে দেখেছিলেন। দোকানদার তাকে বলে, ‘প্রত্যেকদিন এক কাহিনী জিজ্ঞেস করবেন না তো ভাই, গত দেড় বছর থেকে বলছি মেয়েটি রোড এ্যক্সিডেন্ট করেছে।’ তারপর ছেলেটি একটি কবরস্থানে গিয়ে একটি কবরের সামনে কিছু ফুল দেয় এবং কবরস্থান থেকে বের হয়ে যায়। পর দিন সে আবার বাসস্ট্যান্ডে গিয়ে সে ঐ মেয়েটিকে দেখে এবং মেয়েটি তাকে বলে তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা যাবে না। ছেলেটি কারণ জানতে চাইলে মেয়েটি বলে শেষ দুই দিন তুমি আমার সাথে কি করেছ একবার চিন্তা করে দেখতো।
বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচারিত হবে বিশেষ নাটক ‘শূন্যতার বৃত্তে’। আর.বি. প্রীতম-এর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নোবেল, শখ প্রমুখ।
সাতদিন/এমজেড