সকাল ৯টা ৫মি, ৩১ মার্চ, বাংলাভিশন
বিশেষ রোড শো
বাংলার পথে বাংলাভিশন রথে
প্রযোজনা: তানভীর হোসেন প্রবাল
বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ৩১ মার্চ সকাল ৯টা ০৫মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০মিনিট এবং ০১ এপ্রিল বেলা ১টা ০৫মিনিটে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রচারিত হবে বিশেষ রোড শো ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। উল্লেখ্য অনুষ্ঠানটি’র পাশাপাশি প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘১০ম বর্ষে পদার্পণ’।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। বাংলাভিশনের লোগো নিয়ে দুটি গাড়ি যাবে বাংলার দুই দিকে। একটি গাড়ি রওনা হবে ঢাকা থেকে টেকনাফের পথে। আরেকটি গাড়ি রওনা হবে ঢাকা থেকে তেঁতুলিয়ার পথে। পথে পথে সাধারণ সব মানুষের কাছ থেকে সংগ্রহ করা হবে তাদের আশা-আকাঙ্খা, স্বপ্নের কথা। বাংলার মানুষের চাওয়া পাওয়া নিয়ে গাড়ি দুটি ফিরবে বাংলাভিশন ভবনে। এই নিয়ে বিশেষ অনুষ্ঠান।
সাতদিন/এমজেড