রাত ৮টা, ২৬ মে ও সকাল ৮টা ১৫ মি ও বিকাল ৪টা, ২৭ মে, বৈশাখী টেলিভিশন

শুধুই আড্ডা’র অতিথি লায়লা হাসান

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: নাবিলা


বাংলাদেশের সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ লায়লা হাসান। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় নৃত্যশিল্পি সংস্থার সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশন আপীল বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। বাংলাদেশের নৃত্যাঙ্গনে দীর্ঘ দিন তাঁর অবদানের জন্য তিনি ২০১০ সালের একুশে পদকের সম্মান অর্জন করেছেন। নৃত্য চর্চার পাশাপাশি মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দায় অভিনয় করে গেছেন নিয়মিত। তিনি ‘এশিয়ান ড্যান্স কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন।


১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে লায়লা আসান সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই বরেণ্য ব্যক্তিত্বকে দেখা যাবে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডা’র অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’র অতিথি হিসেবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব। অনুষ্ঠান সমঞ্চালনার দায়িত্বে থাকছেন নাবিলা।

সাতদিন/এমজেড

২৬ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›