সন্ধ্যা ৬টা, ৩১ মার্চ, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, ঢাকা
গীতিনৃত্যালেখ্য: স্বাধীনতা সংগ্রাম
পরিবেশনায়: মঞ্জির শিল্পী গোষ্ঠী
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বহ্নিশিখা সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এক গীতনৃত্যালেখ্যর আয়োজন করেছে। রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘স্বাধীনতা সংগ্রাম’ শিরোনামের এই গীতিনৃত্যালেখ্য পরিবেশন করবে কলকাতার ‘মঞ্জির শিল্পী গোষ্ঠী’।
এই গীতিনৃত্যালেখ্যটিতে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতন ইত্যাদি। উল্লেখ্য, ‘ষড়জ-পঞ্চম রাগসংগীত শিক্ষালয়’ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে গীতিনৃত্যালেখ্যটি ১ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে টাঙ্গাইলের ভাসানী হল মিলনায়তনে।
সাতদিন/এমজেড