বিকাল ৪টা ৩০ মি, ১ এপ্রিল, এসএটিভি
লোকসংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী’কে
নিয়ে ‘অন্তরে মম’
প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজক: জহির উদ্দিন রবিন
প্রখ্যাত লোকসংগীতশিল্পী সংগীত কলেজের লোকসংগীত বিভাগের প্রধান ইন্দ্রমোহন রাজবংশীকে নিয়ে নির্মিত হয়েছে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে মম’-এর এবারের পর্ব। তথ্যচিত্র ভিত্তিক এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ইন্দ্রমোহন রাজবংশীর জীবন ও কর্ম। ইন্দ্রমোহন রাজবংশী শুধুমাত্র একজন শিল্পীই নন তিনি একজন লোকসংগীত সংগ্রাহক এবং গবেষক। তাঁর সংগ্রহে রয়েছে কয়েক লক্ষ লোক-গান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর সংগ্রহের কথা এবং এ নিয়ে তাঁর ভিবষ্যৎ পরিকল্পনার কথা। তিনি তুলে ধরেছেন লোক গানগুলো কিভাবে মানুষের মুখে মুখে বিবর্তিত হয় এবং শত শত বছর ধরে টিকে থাকে।
ইন্দ্রমোহন রাজবংশী ১৯৭১ সালে একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানীদের হাতে ধরা পড়ার ফলে তাঁকে কিছুদিন বাধ্য হয়ে দোভাষীর কাজ করতে হয়। এরপর তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। গান গাওয়া, গান লেখা ও সুর করার পাশাপশি তিনি তাঁর গবেষণা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে তাঁর সংগ্রহের গান বই আকারে প্রকাশ করার ইচ্ছের কথা তিনি জানিয়েছেন।
‘অন্তরে মম’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াকুব আলী মিঠু। সহকারি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন রবিন।
সাতদিন/এমজেড