সকাল ১০টা ২০ মি, ১ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
আলাপ-এর অতিথি কায়েস চৌধুরী
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: দীপ্তি
দেশবরেণ্য চিত্রনাট্যকার, পরিচালক, গীতিকার, অভিনেতা কায়েস চৌধুরী’র নাম জড়িয়ে আছে অসংখ্য টিভি নাটক, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের সাথে। নির্মাণ করেছেন নব্বই দশকের দর্শকপ্রিয় 'না' এর মত অসংখ্য টিভি নাটক। লিখেছেন ‘বারুদ’ এর মত অসংখ্য চলচ্চিত্রের চিত্রনাট্য। তৈরী করেছেন ৭০০ এর বেশী প্রামান্যচিত্র। রবীন্দ্রনাথের গল্প নিয়ে নির্মাণ করেছেন ১৭ টি নাটক। তাঁর হাতধরে উঠে এসেছে দেশের অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী,ও মিডিয়াকর্মী। সবক্ষেত্রেই সফল এ মানুষটি হয়ে উঠেছেন তরুনদের আদর্শ।
কায়েস চৌধুরী আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব এবং সঞ্চালনার দায়িত্বে আছেন দীপ্তি।
সাতদিন/এমজেড