বিকাল ৩টা ৫ মি, ১ এপ্রিল, চ্যানেল আই
টেলিফিল্ম
ভালোবাসার অপর নাম মায়া
রচনা ও পরিচালনা মাহবুবা ইসলাম সুমী
অভিনয় মাহবুবা ইসলাম সুমী, নিলয়, সামিহা, ফারুক আহমেদ
প্রবাসী জীবনের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম'ভালোবাসার অপর নাম মায়া'। নাটকের গল্পে দেখা যাবে 'নিজের বয়সের চেয়ে দুই বছরের বড় এক ছেলেকে বিয়ে করেন সুমী। বিয়ের পর তারা কলকাতায় হানিমুনে যায়। সেখানে নিলয়ের সঙ্গে দেখা হয় সামিহার। তারপর গল্পটি মোর নেয় অন্য দিকে।
মাহবুবা ইসলাম সুমীর রচনা ও পরিচালনায় ভালোবাসার অপর নাম মায়া টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মাহবুবা ইসলাম সুমী, নিলয়, সামিহা, ফারুক আহমেদ, ডলি সম আরও অনেকেই।