রাত ৯টা ৩৫ মি, ১ এপ্রিল, চ্যানেল আই
নতুন ধারাবাহিক: কুয়াশার ফুল
পরিচালনা: জুয়েল মাহমুদ
অভিনয়: তাজিন আহমেদ, দিলরুবা ইসরাত টুসি, আজিজুল হাকিম, সুমাইয়া শিমু
বস্তির নেত্রী মেনুকা। সে ভালোবাসে মোতালেবকে। কিন্তু মোতালেব বিবাহিত। মোতালেবের ঘরে রয়েছে তার স্ত্রী শাপলা। এমনই এক পরিস্থিতিকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারাবাহিক নাটক ‘কুয়াশার ফুল’।
জুয়েল মাহমুদ-এর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তাজিন আহমেদ, দিলরুবা ইসরাত টুসি, আজিজুল হাকিম, সুমাইয়া শিমু’সহ আরও অনেকে।
সাতদিন/এমজেড