রাত ৮টা, ১ এপ্রিল, মোহনা টেলিভিশন
ক্যারিয়ার কেয়ার এ আসছেন
সংবাদ পাঠিকা ফারজানা করিম
বিষয়: সংবাদ পাঠক
উপস্থাপনা এলিনা শাম্মী
প্রযোজনা মো: ইবনুল জেবিন
মোহনা টেলিভিশনের ক্যারিয়ার নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান 'ট্রমা ইনষ্টিটিউটস্ ক্যারিয়ার কেয়ার'।বিষয়ভিত্তিক ক্যারিয়ার বিষয়ক আলোচনা ও পরামর্শের এ অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন অতিথি স্টুডিওতে উপস্থিত থাকেন। দর্শকরা সরাসরি কথা বলে জেনে নিতে পারেন ক্যারিয়ার সম্পর্কে যে কোন তথ্য।
এবারের পর্বের বিষয় নির্ধারন করা হয়েছে ‘সংবাদ পাঠক’ শিরোনামে আর এ বিষয়ে কথা বলতে দর্শকদের সামনে সরাসরি উপস্থিত থাকবেন চ্যানেল আই এর সিনিয়র সংবাদ পাঠক ফারজানা করিম।