বিকাল ৫টা ৩০ মি, ১ এপ্রিল, এসএটিভি
বেলাশেষে’র অতিথি ডা. এস. চক্রবর্তী
প্রযোজনা: কাজী চপল
উপস্থাপনা: এলিনা শাম্মী
স্পেশালাইজড ফিজিওথেরাপি এন্ড আর্থ্রাইটিস রিসার্চ সেন্টার-এর কনসালটেন্ট এবং চেয়ারম্যান ডা. এস. চক্রবর্তী’কে দেখা যাবে এসএ টেলিভিশনের নিয়মিত আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে। অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ফিজিওথেরাপি-চিকিৎসার নানা দিক কথা বলেছেন। কথা বলেছেন শারীরিক ব্যথা উপশমের বিভিন্ন উপায় নিয়ে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী চপল। উপস্থাপনায় থাকছেন এলিনা শাম্মী।
সাতদিন/এমজেড