সকাল ১০টা ৩০ মি, ২ এপ্রিল, এসএটিভি

এ সপ্তাহের টেলিফিল্ম: ত্রিকোনোমিতি

রচনা ও পরিচালনা: শাহেদ শরীফ খান
অভিনয়ে: জাহিদ হাসান, তৌকির আহমেদ, মম


সফল প্রকৌশলী ও প্রতিষ্ঠিত শিল্পপতি জিব্রাল আহমেদ ভিষণ ব্যস্ত মানুষ। তাঁর সাথে দেখা করতে দুমাস আফে সময় নিতে হয়। ব্যস্ততার কারণে স্ত্রীকেও ঠিকমত সময় দিতে পারেন না তিনি। এদিকে খুবই সাদা-সিধা জীবনে অভ্যস্ত তাঁর স্ত্রী’র একমাত্র চাওয়া স্বামীর কাছে আরেকটু বেশি মনযোগ। এ নিয়েই তৈর হয় মোনমালিন্য আর জটিলতা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ত্রিকোনোমিতি’।


শাহেদ শরীফ খান-এর রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, তৌকির আহমেদ, মম’সহ আরও অনেকে।

সাতদিন/এমজেড

২ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›