রাত ৮টা, ২ এপ্রিল, এটিএন বাংলা

সায়মা ওয়াজেদ-এর অংশগ্রহনে

বিশ্ব অটিজম সচেতনতা দিবসের বিশেষ অনুষ্ঠান

পরিকল্পনা ও উপস্থাপনা: রুকসানা কবীর কাকলী
পরিচালনা: মুকাদ্দেম বাবু


২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন অটিজম বিষয়ে বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান সায়মা ওয়াজেদ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা হলেও তার আরও একটি বড় পরিচয় হলো, তিনি বাংলাদেশে অটিজম বিষয়ে সচেতনতা তৈরীর পথিকৃত। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে অটিজম নিয়ে তার নানা কর্মকান্ড, অভিজ্ঞতা, পরামর্শ, ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি।


এর পাশাপাশি অনুষ্ঠানে থাকছে অটিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘সুইড বাংলাদেশ’ এর কার্যক্রম। আরও থাকছে ছোটবেলার দুরন্তপনাকে থমকে দেয়া অটিজম কিভাবে ভেঙ্গে চুরমার করে দেয় শিশু আকিবের জীবনকে। আবার কিভাবে পরিবারের অক্লান্ত পরিশ্রম আর শক্ত মনোবলে গড়ে ওঠা ১৪ বছরের সেই আকিব জয় করেছে অটিজমকে। আকিব আজ গাইতে পারে, আঁকতে পারে, পারে অনেক কিছুই। সরকার এবং অটিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সহযোগিতা, পরিবারের অক্লান্ত পরিশ্রমে আজ আকিব জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহন করে অর্জন করেছে অসংখ্য পুরস্কার।

রুকসানা কবীর কাকলীর পরিকল্পনা ও উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ২ এপ্রিল রাত ৮টায় এটিএন বাংলার পর্দায়।

সাতদিন/এমজেড

২ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›