রাত ১০টা ১০ মি, একুশে টেলিভিশন
বাক-প্রতিবন্ধীদের নিয়ে নাটক
নীরব ভালোবাসা
রচনা ও পরিচালনা মুনতাসির রসি
অভিনয় নিরব, মেহেজাবীন, রহমত আলী, মিলন ভট্টাচার্য, আসিফ হাসান
একটি বাক-প্রতিবন্ধী মেয়ে, যে চায় স্বাভাবিক মানুষদের মতো পড়াশোনা, চলাফেরা, নিত্য ইত্যাদিতে নিজেকে জড়িয়ে রেখে তার কষ্টটা ভুলতে। তার জীবনে এক সময় ভালোবাসা আসে বাধা হয়ে দাঁড়ায় তার বাকপ্রতিবন্ধী হওয়াটাই। এভাবে পৃথিবীর প্রতিটি বাকপ্রতিবন্ধী মানুষের জীবনে থাকে হতাশা। কিন্তু আমরা যদি তাদের স্বাভাবিকভাবে মেনে নেই তাহলে তারা জীবনটাকে আরো সুন্দর করে সাজাতে পারে।
মুনতাসির রসি পরিচালনায় নাটক নীরব ভালোবাসায় অভিনয় করেছেন- নিরব, মেহেজাবীন, রহমত আলী, মিলন ভট্টাচার্য, আসিফ হাসান আরো অনেকে।