রাত ১০টা ৫৮ মি, ২ এপ্রিল, এটিএন বাংলা
অটিজম সচেতনতা দিবসের নাটক
আলোক রশ্মির অতিথি
রচনা: এলিনা মমতা
পরিচালনা: এস এম শাহীন
অভিনয়: বাধন, তিশা, অহনা
এক দম্পতির কোলজুড়ে এলো এক মানসিকভাবে অক্ষম শিশু। এই শিশুকে জন্মের পরই দিয়ে আসা হয় এক মহিলার কাছে এবং শিশুর প্রকৃত মা’কে জানানো হয় যে শিশুটি মারা গেছে। কিন্তু পরবর্তীতে শাশুড়ীর ডায়রি পড়ে ঠিকই জানতে পারে আসল ঘটনা এবং আরও জানতে পারে যে এই পরিবারে জিনগত সমস্যা রয়েছে। এমনই এক কাহিনী নিয়ে তৈরি হয়েছে অটিজম সচেতনতা দিবসের বিশেষ নাটক ‘আলোক রশ্মির অতিথি’।
এলিনা মমতার রচনা এবং এস এম শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছে মৌ, তিশা, অহনা, বাধন, ইন্তেখাব দিনার, জিতু আহসান, নাইম প্রমুখ।
সাতদিন/এমজেড