বিকাল ৪টা ৩০ মি, একুশে টেলিভিশন

প্রামাণ্যচিত্র: জীবন বৃত্তে

গবেষণা ও চিত্রনাট্য: রবি হাসান
প্রযোজনা: দীপু হাজরা


বিপুল বৈচিত্রময় পেশাজীবী সম্প্রদায়ের জীবন যাপন ও জীবন দর্শন তুলে ধরে প্রামান্য চিত্র ‘জীবন বৃত্তে’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বে একটি করে পেশাজীবি সম্প্রদায়কে উপস্থাপন করা হয়। সুচিন্তিত ধারা বিবরণী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আত্মকথনের মাধ্যমে উঠে আসে তাদের জীবন যাত্রা, সামাজিক অবস্থান, সুখ-দুঃখ-বেদনা, জীবন দর্শন। উঠে আসে কেন তারা এই পেশাকে আঁকড়ে ধরে আছে। অথবা যারা পেশা পরিবর্তনে ইচ্ছুক তাদের কে কি ধরণের প্রতিবন্ধকতাকে মোকাবেলা করছে এবং এ সব বিষয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন, এনজিও বা সংশ্লিস্ট বুদ্ধিজীবী মহলের মতামত তুলে ধরা হয় এই প্রমান্যচিত্রে।


দীপু হাজরার প্রযোজনায় প্রামাণ্য চিত্র ‘জীবন বৃত্তে’ প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে। গবেষণা ও পাণ্ডুলিপি রচনায় রয়েছেন রবি হাসান।

সাতদিন/এমজেড

১৩ আগস্ট ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›