রাত ১১টা ৩০ মি, ২ এপ্রিল, এনটিভি
ভব নদীর কূলে
শচীন দেব বর্মণের গান গাইবেন কিরণ চন্দ্র রায়
উপস্থাপনা সঙ্গীতশিল্পী পারভেজ
প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী
এনটিভির স্টুডিও থেকে সম্প্রচারিত সরাসরি গানের অনুষ্ঠান ভব নদীর কূলে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন করে শিল্পী থাকেন যিনি একজন গীতিকবির গান করেন। অনুষ্ঠানের আজকের পর্বে শচীন দেব বর্মণের গান পরিবেশন করবেন শিল্পী কিরণ চন্দ্র রায়।
বাংলা সংস্কৃতি তথা বাঙালীর আত্ম পরিচয় একটাই, নানা আঙ্গিকের নানা রঙের ঢঙের লোগান ও কৃত্য। এই জনপদের হাজারো গীতিকবির হাজারো গান আমাদের লোক ঐতিহ্যকে করেছেন সমৃদ্ধ। বারো মাসে তেরো পার্বণের এই দেশেই তার প্রকাশ। লালন, হাছন, বিজয় সরকার, উকিল মুন্সী, মাতাল রাজ্জাক বা আরিফ দেওয়ান- তাদের প্রত্যেকের গানে রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য ফলে গানের কথায় ও সুরে যেমন আছে বিচিত্র রস তেমনি সমৃদ্ধ হয়েছে আমাদের সঙ্গীত ভুবন। আর এই বাংলার সেই অমূল্য সম্পদ উপস্থাপন করতে এনটিভি’র প্রচেষ্টা ‘ভব নদীর কূলে’।
বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এনটিভি’র স্টুডিও থেকে সরাসরি সম্প্র্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘ভব নদীর কূলে’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সঙ্গীতশিল্পী পারভেজ।