সন্ধ্যা ৭ টা ৫০ মি, ২ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন

টেলিফিল্ম: পাসপোর্ট

রচনা: আকিদুল ইসলাম
পরিচালনা: আল হাজেন
অভিনয়: আনিসুর রহমান মিলন, আলভী, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম


নীপা দীর্ঘ দিন অস্ট্রেলিয়ায় থাকলেও তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেই। এদিকে সে যে প্রিন্টিং প্রেসে কাজ করে সেখানকার বদমেজাজী বসের সাথেও তার খিটিমিটি লেগেই থাকে। তবুও বস তার প্রতি যেন একটু দুর্বল। এমনই পরিস্থিতিতে এগিয়ে যায় টেলিফিল্ম ‘পাসপোর্ট’-এর গল্প।


আকিদুল ইসলামের রচনা ও আল হাজেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আলভী, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম প্রমুখ।

সাতদিন/এমজেড

২ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›