রাত ১১টা, ২ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন
তোমায় গান শোনাবো’র অতিথি
ছন্দা চক্রবর্তী
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
মাছরাঙা টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত বৈঠকী গানের আয়োজন ‘তোমায় গান শোনাবো’। অনুষ্ঠানটির এবারের পর্বে সংগীত পরিবেশন করবেন ছন্দা চক্রবর্তী। আধুনিক গান ও নজরুল সঙ্গীতের পাশাপাশি শাস্ত্রীয় বা রাগ সঙ্গীতও পরিবেশন করেন তিনি।
শিল্পী ছন্দা চক্রবর্ত্তীর পড়াশুনা ও সংগীত শিক্ষা গাইবন্ধায় শুরু। চাকুরীসূত্রে বদলীর কারনে ছন্দার বাবা টাঙ্গাইলে চলে আসেন এবং টাঙ্গাইলেই শিল্পী ছন্দা চক্রবর্ত্তীর সঙ্গীত ও শিক্ষার হাতেখড়ি হয়। সংগীতের গুরু ওস্তাদ আনন্দ চক্রবর্ত্তীর নিকট দীর্ঘ আট বছর রাগ সংগীতের উপর শিক্ষা লাভ করেন তিনি। ছন্দা চক্রবর্তী উচ্চতর পড়াশোনা করেছেন প্রাণিবিদ্যার ওপর। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীতের ওপর এমফিল করছেন।
সাইফুল ইসলামের প্রযোজনায় ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে থাকছেন কৌশিক শংকর দাশ।
সাতদিন/এমজেড