সন্ধ্যা ৬টা ৩০মি, ২ এপ্রিল, একুশে টেলিভিশন
দেশজুড়ে'র ৬৯৩ তম পর্ব
উপস্থাপনা মাসুমা লিসা
প্রযোজনা সাখাওয়াৎ লিটন ও মানিক শিকদার
প্রাকৃতিক সম্পদ,রূপ বৈচিত্র্য আর জন সম্পদের দেশ বাংলাদেশ। বিভিন্ন প্রতিকুলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশজুড়ে দল সেই সব গণ মানুষের কথা তুলে ধরছে সব সময়। সাফল্য-ব্যর্থতা, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি-কান্নার চিত্র ফুটে ওঠে দেশজুড়ে অনুষ্ঠানে।
আজকের আয়োজনে থাকছে
# চট্টগ্রামের চা বাগানের পরিত্যাক্ত জমিতে গরু ও মাছের খামার নিয়ে মূল প্রতিবেদন।
# সাতক্ষীরায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন।
# ঐতিহ্যে নাটোরের রাণী ভবানীর রাজবাড়ি। # চলতি পথে ময়মনসিংহের কৃষি জাদুঘর।এবং
# পিরোজপুরের শিল্পীদের পরিবেশনায় একটি দলীয় নাচ।
সাখাওয়াৎ লিটন ও মানিক শিকদারের প্রযোজনায় মাসুমা লিসার উপস্থাপনায় প্রতিবেদন মূলক অনুষ্ঠান দেশজুড়ে প্রচারিত হয় বৃহস্পতিবার একুশে টেলিভিশনে।