রাত ১২টা ৫মি, ২ এপ্রিল, দেশ টিভি

একক নাটক

অলিভ গাছ, ক্রিস্টাল নদী'

রচনা ও পরিচালনা মাসুদ হাসান উজ্জ্বল
অভিনয় গাজী রাকায়েত, তৌফিক হাসান ইমন, মোরশেদ লোমান, সুজাত শিমুল, সৈয়দা শাওন, সুবর্না আনুভা


ধর্মীয় খুনের কোন দণ্ডাদেশ হয় না, ওটার নাম জেহাদ, ক্রুসেড, শ্রেণী সংগ্রাম, কিছু একটা..কিছু একটা। বৃদ্ধ জোসেফ এর অবচেতন মন সবসময় ক্ষণ গোনে প্রতিশোধ নেওয়ার। একাত্তর এ তার চোখের সামনে ধর্ষিত এবং নিহত হয় তার ১৪ বছরের অন্ধ মেয়ে কোয়েল। সেই থেকে খুঁজেফেরা পাকবাহিনীর দোসর মিজানুর রহমান ফারুকি কে। মিজানুরের নাতনী ছোট্ট শিশু আনুভাও অন্ধ। চক্ষুষ্মান যা দেখে তার চেয়ে বেশী দেখে আনুভা। ঘটনাক্রমে আনুভার সাথে আলাপ হয় জোসেফের। ৪০ বছর পর জোসেফ সম্ভাবনা খুঁজে পায় কণ্যা হত্যার প্রতিশোধের।


মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় 'অলিভ গাছ, ক্রিস্টাল নদী' নাটকে অভিনয় করেছেন গাজী রাকায়েত, তৌফিক হাসান ইমন, মোরশেদ লোমান, সুজাত শিমুল, সৈয়দা শাওন, সুবর্না আনুভা।

২ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›