বিকাল ৫টা ৩০ মি, ২ এপ্রিল, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
সুলতান মাহমুদ ও অংকন দাশ
প্রযোজনা: কাজী চপল
উপস্থাপনা: এলিনা শাম্মী
অটিজম দিবস উপলক্ষে এসএ টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র বিশেষ পর্বে আসছেন সংগীতজ্ঞ ও বাংলাদেশ টেলিভিশনের সংগীতপরিচালক সুলতান মাহমুদ এবং অটিস্টিক শিশু অংকন দাশ। শুনতে অবাক লাগলেও সত্যি, সুলতান মাহমুদ দীর্ঘ ৬/৭ বছর ধরে শিশু অংকন দাশের চিকিৎসা করে আসছেন সংগীতের মাধ্যমে এবং এতে বেশ ভালো ফলাফল পাওয়া গেছে। অংকনের বয়স যখন সাত তখন থেকেই সুলতান মাহমুদ তার চিকিৎসা করছেন মিউজিক থ্যারাপির মাধ্যমে।
‘বেলাশেষে’র আড্ডায় বিশিষ্ট সংগীত গবেষক সুলতান মাহমুদ এবং শিশু অংকন দাশ তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী চপল এবং সঞ্চালনার দায়িত্বে আছেন এলিনা শাম্মী।
সাতদিন/এমজেড