সকাল ১১টা, ৩ এপ্রিল, রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
রুশ চলচ্চিত্র উৎসবে
দ্য হট স্নো
রাশিয়ার স্বাধীনতা যুদ্ধের ৭০ বছর পূর্তি উপলক্ষে দুই মাস ব্যাপ্তির এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই উৎসবের অংশ হিসেবে ৩ এপ্রিল সকাল ১১টায় প্রদর্শিত হবে ২য় বিশ্বযুদ্ধের চলচ্চিত্র ‘দ্য হট স্নো’। গাব্রিয়েল ইয়েগিয়াজারভ পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ইউরি নাজারভ, বরিস টাকারেভ, আনাতলি কুজনেৎসভ, গিওর্গি ঝনভ’সহ আরও অনেকে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সিনেমার গল্প আবর্তিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ খন্ডযুদ্ধকে কেন্দ্র করে। ১৯৪২ সালের নভেম্বরে যখন জার্মান বাহিনী ৩ লক্ষ ৩০ হাজার সৈন্য, বিপুল সংখ্যক ট্যাংক ও ভারি অস্ত্র নিয়ে ভোলগা নদীর কাছে অবস্থান নেয় তখন স্তার্লিনগ্রাদ রক্ষায় সভিয়েত বাহিনীকে মরণপণ যুদ্ধে নামতে হয়। সভিয়েত আর্টিলারি বাহিনী মাতৃভূমিকে রক্ষায় সে সময় অনন্য বীরত্ব প্রদর্শন করেছিল। শেষ পর্যন্ত এই বাহিনীর অল্প কয়েকজন সদস্য বেঁচে ছিল।
চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭২ সালে। রুশ লেখক ইউরি বন্ডারেভ-এর উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। বন্ডারেভ যুদ্ধকালিন তাঁর নিজের অভিজ্ঞতা থেকে উপন্যাসটি রচনা করেন।
সাতদিন/এমজেড