সন্ধ্যা ৭ টা ৪০ মি, ৩ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন

একক নাটক

আজ ১০ আগস্ট

রচনা ও পরিচালনা: মেহেদী হাসান জনি
অভিনয়: নাঈম, মেহজাবিন, সিজার


বেকার ছেলে আবীর-এর স্বপ্ন আর জে হওয়া। প্রচুর উৎসাহ উদ্দীপনার সাথে সে কানে হেডফোন লাগিয়ে চর্চা চালিয়ে আয়। এদিকে তার প্রেমিকা স্বর্ণাও তাকে উৎসাহ দিয়ে যায়। আবীরের স্বপ্ন দেখে—একদিন তার বেকারত্ব দূর হলে সে স্বর্ণাকে বিয়ে করবে। কিন্তু এর মাঝে লন্ডন থেকে ফিরে আসা স্বর্ণার এক বন্ধুর সাথে তার বিয়ে ঠিক করে ফেলে স্বর্ণার ভাই। বিয়ের দিন ধার্য করা হয় ১০ আগস্ট। এভাবেই চুড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় নাটক ‘আজ ১০ আগস্ট’।


মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন নাঈম, মেহজাবিন, সিজার প্রমুখ। ৩ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

সাতদিন/এমজেড

৩ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›