সন্ধ্যা ৬টা ৩০ মি, মাছরাঙা টেলিভিশনে

টিন এজারদের নিয়ে অনুষ্ঠান

টি ফর টিন

আজকের বিষয় : ভ্রমণ

উপস্থাপনা: লী শাহ্
প্রযোজনা: নাহিন শফিক


কিশোর বয়সী ছেলে-মেয়েদের আড্ডা ও আলোচনার অনুষ্ঠান ‘টি ফর টিন’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় থাকে। সেই বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত থাকেন ৪/৫ জন কিশোর-কিশোরী। অনুষ্ঠানে আলোচ্য বিষয় নিয়ে প্রাঞ্জল এক পরিবেশে চলে তুমুল আড্ডা-আলোচনা, তর্ক-বিতর্ক।


নাহিন শফিক প্রযোজিত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন লী শাহ্। মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

৫ সেপ্টেম্বর ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›