রাত ১০টা ১০মি ১৫ মে, একুশে টেলিভিশন

একক নাটক: হৃদয়

রচনা ও পরিচালনা: চয়নিকা চৌধুরী
অভিনয়: আনিসুর রহমান মিলন, তারিন


শায়ন অফিস নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। সন্ধ্যাবেলা বাসায় ফিরে হয় মুখ গুঁজে থাকে ল্যাপটপে, না হয় ব্যস্ত ফোনে কথা বলে। মেঘলার সময় কাটে একা একা, সে সাজতে ভালোবাসে। ঘুরে বেড়াতে পছন্দ করে। কিন্তু শায়নকে সে তার এই ভালোলাগার পৃথিবীর কোথাও পায় না। এই দম্পতির বিয়ের বয়স দুই সংখ্যার ঘরে পা রেখেছে। শায়ন হঠাত্ খেয়াল করে মেঘলা কারও সঙ্গে ফোনে কথা বলে, তাকে দেখলেই লাইন কেটে দেয়। কিছু একটা গোপন করছে মেঘলা। এ নিয়ে রাতে দু’জনের মধ্যে কথা হয়। শায়ন নানাভাবে প্রশ্ন করে সত্যটা জানার চেষ্টা করে। মেঘলা পাল্টা প্রশ্ন করে, শায়ন তার কাছে কি জানতে চাইছে। শায়ন কিছু বলতে পারে না, এক সন্দেহের আগুনে তাকে ভেতরে ভেতরে পুড়িয়ে মারে।’

চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় 'হৃদয়' নাটকে অভিনয় করেছেন তারিন, আনিসুর রহমান মিলনসহ আরও অনেকে।

১৫ মে ২০১৫

নাটক

 >  Last ›