রাত ১১ টা, ৩ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
সময় কাটুক গানে গানে
দিনাত জাহান মুন্নী
উপস্থাপনা: ফারহানা নিশো
প্রযোজনা: ইসলাম শফিক
স্টুডিও লাইভ মিউজিক্যাল শো ‘সময় কাটুক গানে গানে’। অনুষ্ঠানে জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন। সময় কাটুক গানে গানের আজকের পর্বে গান পরিবেশন করবেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নি।
বাংলাদেশের সংগীতাঙ্গনের অতি পরিচিত মুখ দিনাত জাহান মুন্নী। চলচ্চিত্রে গেয়েছেন শতাধিক গান, পাশাপাশি মঞ্চেও গান গেয়ে চলেছেন। আধুনিক, দেশাত্মবোধক, লালনের গান ও হারানো দিনের গান পরিবেশন করতে পছন্দ করেন। ছোটবেলায় বর্ণমালা শেখার আগেই গান গাইতে শুরু করা দিনাতকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন তাঁর মা। এ ছাড়া বিয়ের পর স্বামী গীতিকার কবির বকুলের কাছ থেকেও পেয়েছেন প্রেরণা এবং সহযোগিতা।
ফারহানা নিশোর উপস্থাপনায় এবং ইসলাম শফিকের প্রযোজনায় 'সময় কাটুক গানে গানে' সরাসরি সম্পচারিত হয় শুক্রবার রাত ১১টায় বৈশাখী টেলিভিশনে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয় শনিবার সকাল ৮ টায়।