রাত ৮টা, ৪ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
মিউজিক ট্রেন এ গাইবেন সাব্বির
প্রযোজনা: এস আর রোমেল
উপস্থাপনা: সানিয়া সুলতানা লিজা
গান নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’। প্রতিটি পর্বে এ প্রজন্মের একজন করে সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন। মিউজিক ট্রেন এ আজকের অতিথি সাব্বির। তার পুরো নাম সাব্বির জামান। রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে নিজ গুণে গানের জগতে অবস্থান পাকাপোক্ত করেছেন। কাজ করেছেন বাপ্পা মজুমদার, রন্টি দাশের মত নামী শিল্পীদের সাথে। সাব্বিরে সংগীতায়োজনে বেরিয়েছে মিশ্র অ্যালবাম ‘সুখ সুখ ভাবনা’। বর্তমানে নিয়মিতভাবে সিনেমায় প্লেব্যাক সহ বিজ্ঞাপনে জিঙ্গেলের কাজ করছেন তরুণ এ শিল্পী। এছাড়া স্টেজ, টিভি লাইভ শো নিয়েও ব্যস্ততা রয়েছে তার। আজকের অনুষ্ঠানে সাব্বির জামানের সাথে আড্ডা দেয়ার ফাঁকে ফাঁকে দর্শকদের পছন্দের মিউজিক ভিডিও দেখানো হবে।
এস আর রোমেলের প্রযোজনায় লিজার উপস্থাপনায় মিউজিক ট্রেন প্রচারিত হবে শনিবার রাত ৮ টায় বৈশাখী টেলিভিশনে।