সন্ধ্যা ৭টা, ৪ এপ্রিল, ইএমকে সেন্টার, ধানমণ্ডি, ঢাকা
সামিয়া মাহবুব আহমেদ-এর অংশগ্রহণে
উচ্চাঙ্গসংগীতের আসর: সাঁঝের ধ্বনি
কন্ঠশিল্পী সামিয়া মাহবুব আহমেদ-এর অংশগ্রহণে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে বসছে উচ্চাঙ্গসংগীতের আসর ‘সাঁঝের ধ্বনি’। অনুষ্ঠানে সামিয়া মাহবুব আহমেদের সাথে তবলায় সঙ্গত করবেন দীলিপ কুমার চক্রবর্তী এবং হারমনিয়ামে থাকছেন মো: শাকুর।
ঢাকায় জন্মগ্রহণ করা সামিয়া মাহবুব আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছেন। তিনি দীর্ঘ দিন ধরে হিন্দুস্তানী উচ্চাঙ্গসংগীতের চর্চা করে আসছেন এবং উত্তর আমেরিকার বিভিন্ন টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। ইতোমধ্যে তিনি বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে—পারফর্মিং ফর নোবেল লরিয়েট, আর্ক বিশপ ডেসমন্ড টুটু, জিমি কার্টার এবং রোজলিন কার্টার পুরস্কার।
সাতদিন/এমজেড