সন্ধ্যা ৭টা ৩০ মি, ৪ এপ্রিল, রুশ দূতাবাস, ঢাকা
রুশ চলচ্চিত্র উৎসবে
ইভানস চাইল্ডহুড
রাশিয়ার স্বাধীনতা যুদ্ধের ৭০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত রুশ দূতাবাসে এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ১৪ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবে মাসের প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরই ধারাবাহিকতায় এবারে প্রদর্শিত হবে আন্দ্রেই তারকাভস্কি পরিচালিত চলচ্চিত্র ‘ইভানস চাইল্ডহুড’। এতে অভিনয় করেছেন নিকোলাই বার্লেইভ, ভ্যালেন্টিন জুভকভ, ইয়েভগেনি ঝারিকভ, স্টিফেন ক্রিলফ’সহ আরও অনেকে। এই প্রদর্সনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
চলচ্চিত্রে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন হিটলারের নাৎসি বাহিনী রাশিয়ার একটি গ্রামে আক্রমণ চালায়। এতে নিহত হয় গ্রামের বাসিন্দা ১২ বছর বয়সী ইভানের পরিবারের সকল সদস্য। আর, ইভানকে জার্মান সেনারা ধরে নিয়ে যায়। সেখান থেকে পালিয়ে ইভান রাশিয়ায় ফিরে আসার পথে রুশ সেনা ক্যাপটেন কলিন-এর সাথে তার দেখা হয় যার তত্ত্বাবধানে সে কিছুদিন থাকে। কলিন তাকে মিলিটারি স্কুলে পাঠাতে চাইলে সে যেতে চায় না। ইভান জার্মানিতে গিয়ে তার পরিবারের সদস্যদের হত্যাকারী জার্মান সেনাদের খুঁজে বের করে প্রতিশোধ নিতে চায়। এভাবেই চলচ্চিত্রটি এক অনন্য সমাপ্তির দিকে এগিয়ে যায়।
সাতদিন/এমজেড