৩ থেকে ১২ এপ্রিল, গ্যালারি চিত্রক, ধানমণ্ডি, ঢাকা
আলমগীর হকের একক চিত্রপ্রদর্শনী
সাউন্ড এন্ড স্মেলস অফ ন্যাচার
৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত গ্যালারি চিত্রক প্রাঙ্গনে কানাডা প্রবাসী চিত্রশিল্পী আলমগীর হক-এর একক চিত্রপ্রদর্শনী ‘সাউন্ড এন্ড স্মেলস অফ ন্যাচার’। ১০ দিনের এই প্রদর্শনীতে স্থান পাবে সম্প্রতি কোলাজ মাধ্যমে আঁকা শিল্পীর ৫ওটি চিত্রকর্ম। ১২ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সাতদিন/এমজেড