রাত ৯টা, ৩ এপ্রিল, এসএটিভি

এ সপ্তাহের নাটক: ছবির মত গল্প

রচনা ও পরিচালনা: বদরুল আনাম সৌদ
অভিনয়ে: তারিন, সাজু খাদেম, সুর্বনা মুস্তফা


তসলিম মিয়ার যখন জ্ঞান ফিরে তখন ঝরঝর বৃষ্টি। নৌকাটা উল্টে আছে একটু দূরে। উঠে দাঁড়ায় তসলিম। চারিদিকে বিল, বিলের ওপারে জঙ্গল। ধান বিক্রি করতে গতকালই হাটে এসেছিলো সে। তসলিম বিপত্মীক। ঘরে তার একটা ১২ বছরের ছেলে আছে। পকেট ভর্তি কাঁচা টাকা নিয়ে সারারাত হাটেই ফুর্ত্তি করেছে। সকালে ছেলের কথা মনে হতেই তাড়াতাড়ি ঘাটে গিয়ে নৌকায় উঠে। দ্রুত নৌকার দড়িটা খুলে যখন ছাড়তে যাবে তখনই নৌকায় উঠে বসে এক বিধবা রমনী। রমনীটিকে কেউ যেন তাড়া করছিলো। ভয়ার্ত রমনীটির অনুরোধে তাকে স্টেশনে পৌছে দিতে রাজি হয়েছিলো তসলিম। কিন্তু বিলের মাঝামাঝি আসতেই ওদের দিকে ধেয়ে আসা ট্রলারের ধাক্কায় উল্টে যায় নৌকা। তাই এখন জ্ঞান ফিরতেই মেয়েটিকে খুঁজতে থাকে সে। যখন খুঁজে পায় তখন তাদের সামনে এসে দাঁড়ায় ট্রলারের সেই লোকগুলো। মেয়েটির হাত ধরে পালায় তসলিম। নিজের বাড়িতে নিয়ে আসে। তসলিম আবিস্কার করে স্ত্রীর মৃত্যুর পর এই প্রথম কাউকে ভালো লেগেছে তার। মেয়েটির নাম জয়নব কিন্তু ট্রলারের সেই লোকগুলো মেয়েটার পিছু ছাড়ছেনা কেন? মনে যে আবার সংসারের সাধ জেগেছে তসলিমের। স্বপ্ন, আকাংখা আর ঘাত প্রতিঘাতের দোলাচলে।


এমনই টানটান গল্প নিয়ে দেশের প্রতিথযশা নাট্য নির্মাতা বদরুল আনাম সৌদ তৈরি করেছেন নাটক ‘ছবির মত গল্প’। রচনা করেছেন নির্মাতা নিজেই। নাটকটির প্রযোজনায় এসএ মাল্টিমিডিয়া প্রোডাকশন। এতে অভিনয় করেছেন তারিন, সাজু খাদেম, সুর্বনা মুস্তফা, শাহাদাৎ হোসেন, আব্দুল্লাহ রানা, লুসি ত্রিপ্তি গোমেজ, ইকবাল হোসেন প্রমূখ। এসএ টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে ৩ এপ্রিল রাত ৯টায়।

সাতদিন/এমজেড

৩ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›