রাত ১১টা, ৪ এপ্রিল, এসএ টিভি
গহীনের গানে মৌ মুখোপাধ্যায়
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
ওপার বাংলার শিল্পী মৌ মুখোপাধ্যায় আসছেন এসএ টিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘গহীনের গান’-এর অতিথি হয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা তাঁদের পছন্দের গানের অনুরধ করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবেন। দর্শকরা যার যার স্কাইপি একাউন্ট থেকে musicsatv-তে সরাসরি কল করতে পারবেন। এছাড়াও শিল্পীর সাথে কথা বলার জন্য ৯৮৯৫০৭১, ৯৮৯৫২৬৬, ৯৮৯৫৪১৭ এবং ৯৮৯৬৩৭৯ নম্বরে কল করা যাবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।
সাতদিন/এমজেড