সকাল  ১১টা ৪ এপ্রিল, দেশ টিভি

লাক্স বিরতিহীন নাটক

ভুতগুলো ডাকাত হলো

রচনা: লিটু সাখাওয়াত
পরিচালনা: শহীদুজ্জামান সেলিম
অভিনয়: শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, শর্মিলী আহমেদ


রুপা আর আসমার চাপে উত্তরার নতুন বাসায় উঠেছে মিজান। কিন্তু কিছুতেই এই নতুন বাসায় মিজানের মন বসছে না। তার মন ভালো করার জন্য রুপা বুদ্ধি করে আগের বাসার মালিক ও দারোয়ানকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। সত্যি সত্যি মিজান তাদের পেয়ে খুশি হয়। সেই রাতেই রুপার মুঠোফোনে একটা কল আসে। এরপর একদিন গভীর রাতে বাসায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই মুখোশ পরে ডাকাত দল ঢোকে। তারা ৫০ লাখ টাকা চায়। এদিকে এই দলের একজনের মুঠোফোনটি বেজে ওঠে। প্রকাশ হয়ে যায় অনেক কিছু।


লিটু সাখাওয়াত রচনায় নাটক ভূতগুলো ডাকাত হলো পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, শর্মিলী আহমেদ প্রমুখ।

৪ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›