রাত ৯ টা, ৫ এপ্রিল, এনটিভি
একক নাটক: আমি আর আমার ইচ্ছে
রচনা ও পরিচালনা: মেহেদী হাসান জনি
অভিনয়ে: অপূর্ব, মম, লায়লা হাসান, নওরীন
লোকাল বাস। অনেক ভিড়। সেখানে উঠেছেন অভিনেত্রী মৌসুমি হামিদ। দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে তাঁর। মৌসুমির পেছনে দাঁড়িয়ে আছেন দাপুটে অভিনেতা অপূর্ব। বাস ব্রেক নিতেই পরপর দুবার অপূর্ব ও মৌসুমির ধাক্কা লাগল। মৌসুমি রেগে তো রীতিমতো আগুন। কষে চড় মারলেন অপূর্বকে।
মেহেদি হাসান জনি পরিচালিত ‘আমি আর আমার ইচ্ছে’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, লায়লা হাসান, নওরীন প্রমুখ। ৫ এপ্রিল, রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।