রাত ৮টা, ৫ এপ্রিল, মোহনা টেলিভিশন
ভালো আছি ভালো থেকো’র অতিথি
সংগীতশিল্পী ও অভিনেতা আগুন
উপস্থাপনা: তন্ময়া তানিয়া
প্রযোজনা: নজরুল ইসলাম আকাশ
মমতাজ মেহদীর সৌজন্যে মোহনা টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে সেলিব্রেটি শো ‘ভালো আছি চালো থেকো’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন সেলিব্রেটিকে আমন্ত্রণ জানানো হয়। গল্প আর আড্ডার মধ্য দিয়ে উঠে আসে অতিথির জীবনের নানা কথা। অতিথির সাথে দর্শকরা ফোনে সরাসরি কথাও বলতে পারেন। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জনপ্রিয় কন্ঠশিল্পী ও অভিনেতা আগুন।
প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও সংগীত পরিচালক খান আতাউর রহমানের সন্তান আগুন একাধারে সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়ছেন। মূলত আধুনিক গানের শিল্পী হলেও তাঁর কন্ঠে রবীন্দ্রসংগীতের সিডিও প্রকাশিত হয়েছে। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র এবং টিভি নাটকেও। অনুষ্ঠানে তাঁর সাথে আলাপচারিতায় যোগ দিবেন উপস্থাপিকা ও মডেল তন্ময়া তানিয়া। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নজরুল ইসলাম আকশ।
সাতদিন/এমজেড