রাত ১১টা ৩০ মি, এনটিভি
মিউজিক জ্যাম
প্রযোজনা শুভ্র ওয়াহিদুল
উপস্থাপনা: তাহা চৌধুরী
এনটিভিতে তরুণদের নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান 'মিউজিক জ্যাম'। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শুভ্র ওয়াহিদুল। তরুণ শিল্পীদের উত্সাহ ও আধুনিক উপস্থাপনার কারণে অধিকাংশ শিল্পীদের আকাঙ্ক্ষিত এই প্লাটফর্ম। অনুষ্ঠানটিতে গানের পাশাপাশি নতুন কোন ব্যান্ড অথবা শিল্পীর পরিচিতি তুলে ধরা হয়।
প্রতি রোববার রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত গানের অনুষ্ঠান মিউজিক জ্যাম।