সন্ধ্যা ৬টা, ৫ এপ্রিল, একুশে টেলিভিশন
একুশের আলোকিত সন্ধ্যায়
মোস্তফা জব্বার
প্রযোজনা: শাওন রায় চৌধুরী
প্রথম বাংলা কি বোর্ড বিজয়-এর উদ্ভাবক, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার আসছেন একুশে টেলিভিশনের নিয়মিত আনুষ্ঠান ‘একুশের আলোকিত সন্ধ্যা’র আড্ডায়। তিনি ১৯৮৮ সালে বিজয় কি-বোর্ড উদ্ভাবন করার মাধ্যমে বাংলা ভাষাকে ডিজিট্যাল জগতে ব্যবহার উপযোগী করেন। এরপর অভ্র কি-বোর্ড উদ্ভাবিত হওয়ার আগ পর্যন্ত এটিই ছিল কম্পিউটারে বাংলা লেখার একমাত্র সফটওয়্যার।
অনুষ্ঠানে তিনি বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করার পাশাপাশি অতিতের স্মৃতিময় ঘটনা দর্শকদের সামনে তুলে ধরবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাওন রায় চৌধুরী। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ সন্ধ্যা ৬টায়।
সাতদিন/এমজেড