সকাল ১০টা ২০ মি, ৬ এপ্রিল, বৈশাখী টেলিভিশন

আলাপের অতিথি

মডেল ও অভিনেত্রী হাসিন রওশন জাহান

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: দীপ্তি

 

ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতা ২০১১ এর বিজয়ীর মুকুট অর্জন করেন হাসিন রওশন জাহান। ভিটের বিজ্ঞাপনচিত্রের বাংলাদেশের প্রথম মডেল হিসেবে কাজ করার সুযোগ পান এই মডেল ও অভিনেত্রী । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে হাসিন এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করছেন।

বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নিয়ে ব্যাস্ত রয়েছেন তিনি। নাটকগুলো হচ্ছে জাহিদ হাসানের ‘উড়ামন’, এসএ হক অলিকের ‘সোনার সুতো’, মারুফ মিঠুর ‘তিনি আসবেন’, তাহের শিপনের ‘ভৈরব’, রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’ এবং দীপংকর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার’।

বৈশাখী টেলিভিশনের নিয়মিত সকালের অনুষ্ঠান 'আলাপের অতিথি হয়ে আসছেন হাসিন রওশন জাহান। পলাশ মাহবুবের প্রযোজনায় তারকাকথনের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দীপ্তি। প্রচারিত হবে ৬ এপ্রিল সকাল ১০টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।

৬ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›