বাংলাদেশ সংলাপের ১১১তম পর্ব

অতিথি: শাজাহান খান, আসম হান্নান শাহ, সারা হোসেন এবং জিনাত হুদা ওয়াহিদ
প্রযোজনা: আ কা রেজা গালিব

টিসিবি মিলনায়তনে অনুষ্ঠিত হল বিবিসি বাংলাদেশ সংলাপের ১১তম পর্ব। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর এখন সবার নজর আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। কিন্তু,একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের জন্য মাঠ কতটা মসৃণ করা হয়েছে? অন্যদিকে যারা অনলাইনে লেখালেখি করছেন, তাদের নিরাপত্তা দিতে, সমস্যা কোথায়? এসব বিষয় উঠে এসেছে এবারের আলোচনায়।

বিবিসি বাংলাদেশ সংলাপের এ পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, সুপ্রীম কোর্টের আইনজীবী সারা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ।

আলোচকদের কাছে দর্শকদের প্রশ্ন ছিলঃ

১. ঢাকা ও চট্টগ্রামে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে কী করা প্রয়োজন?
২. ব্লগারদের নিরাপত্তা দেয়া যাচ্ছে না কেন?
৩. বাংলাদেশে একটি শক্তিশালী জাতীয় তদন্ত সংস্থা গঠন করা কি প্রয়োজন হয়ে পড়েছে?
৪. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের দৃশ্যত যে দূরত্ব তৈরী হয়েছে, তা কি কোনভাবে বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্থ করতে পারে?

অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারিত হবে ৬ এপ্রিল রাত ৮টায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ৭ এপ্রিল বিকাল ৩টা ৫ মিনিটে।

সাতদিন/এমজেড

৬ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›