রাত ৮টা ৫০মি, ৫ এপ্রিল, মাই টিভি
সঙ্গীতানুষ্ঠান 'রঙ'
আজকের শিল্পী আরাফাত ও রিঙ্কি
প্রযোজনা ও উপস্থাপনা সুহান আহমেদ
মাই টিভির আনপ্লাগড মিউজিক্যাল প্রোগ্রাম রঙ। এ প্রজন্মের দুজন নবীন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানটিতে। গানের পাশাপাশি চলে আড্ডা। সুহান আহমেদের প্রযোজনা ও উপস্থাপনায় এবারের পর্বে গান গাইতে আসছেন আরাফাত ও রিঙ্কি। সঙ্গীতানুষ্ঠান 'রঙ' প্রচারিত হয় রোববার রাত ৮টা ৫০ মিনিটে মাই টিভিতে।