সন্ধ্যা ৭টা, ৩১ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা

ভিশন থিয়েটারের নবম প্রযোজনা

গালিভারের সফর


ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে ভিশন থিয়েটারের নবম প্রযোজনা ‘গালিভারের সফর’। আবুল মনসুর আহমদের গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন গোলাম সরোয়ার এবং নির্দেশনা দিয়েছেন গোলাম শাহারিয়ার সিক্ত। বিখ্যাত ইংরেজ কথাসাহাত্যিক জনাথন সুইফটের ‘গালিভারস ট্রাভেলস’ বইটির মর্মার্থকে নিয়ে আবুল মনসুর আহমদ রচনা করেন ব্যঙ্গাত্বক গল্প ‘গালিভারের সফর’।

জনাথন সুইফট-এর ভ্রমণ কাহিনীতে গালিভার অদ্ভুত সব জায়গায় ভ্রমণ করে যেখানে সে খর্বাকৃতির লোকজনের দেখা পায়। কিন্তু আবুল মনসুর আহমদ বুদ্ধি দীপ্ত মানুষের মাঝে কমবুদ্ধি সম্পন্ন মানুষের চিন্তা চেতনার বিপরীতে নিয়ে ব্যঙ্গ করেছেন মাত্র। গালিভারের সফর নাটকে শিক্ষা সচেতনতা ও পাশ্চাত্য সভ্যতার সঙ্গে নিজস্ব গোড়ামী অন্ধত্বকে উপজীব্য করে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শেখ শাফায়েতুর রহমান, কবীর লিটন, নীহার রঞ্জন সাহা, সামনুন ইসলাম তূর্য, চৈতী চৌধুরী, মো. আরিফুল ইসলাম, মো. মুরাদ হোসেন, মনির হোসেন আবীর, নবীনা সুষমী, মেরিন আক্তার, দিপু আহমেদ, জাহির রায়হান পাপ্পু প্রমুখ। নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেনড়্রী সেন। পোশাক পরিকল্পনায় তানিয়া হোসেন ও আবহ সংগীত পরিকল্পনায় রয়েছেন শুভাশিষ দত্ত তন্ময়।

সাতদিন/এমজেড

৩১ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›