৫ থেকে ১১ এপ্রিল, শিল্পকলা একাডেমি, ঢাকা

পদাতিক নাট্য সংসদের উদ্যোগে

বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

৭ এপ্রিল থেকে পদাতিক নাট্য সংসদের উদ্যোগে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। ‘মুক্ত করো মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে আয়জিত এই উৎসব চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। আয়োজনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটক মঞ্চায়ন করা হবে। উল্লেখ্য, ভাষা সৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত বদরুদ্দীন হোসাইন-এর ৯২তম জন্মদিন আগামী ১১ এপ্রিল। তাঁর জন্মবার্ষিকী পালনের অংশ হিসেবে আয়োজিত এই নাট্যোৎসবের পাশাপাশি থাকছে সম্মাননা প্রদান অনুষ্ঠান।

৫ দিনের এই উৎসবে বাংলাদেশের ৫টি এবং ভারতের ২টি নাট্যদল অংশ নিচ্ছে। প্রতিদিন দুটো করে মোট ১০টি নাটক এই উৎসবে মঞ্চায়িত হবে। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে পদাতিক নাট্য সংসদ, থিয়েটার বেইলী রোড, নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল ও বটতলা। এ ছাড়া ভারতের অনীক ও রঙ্গমঞ্চ এই উৎসবে অংশ নিচ্ছে।

নাটকে অবদান রাখার জন্য ১১ এপ্রিল নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ এবং অভিনেতা, নির্দেশক, সংস্কৃতি বিসয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূরকে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা ২০১৫’ প্রদান করা হবে।

৭ এপ্রিল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ ও নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

সাতদিন/এমজেড

৭ এপ্রিল ২০১৫

প্রদর্শনী

 >  Last ›