শুধুই আড্ডা’র অতিথি
জাকিয়া বারী মম
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: নাবিলা
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’র অতিথি হয়ে। ২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টি করেন মম। এরপর, সে বছরই হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’-এ অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। তবে মমকে প্রথম টেলিভিসনের পর্দায় দেখা যায় ১৯৯৫ সালে। সে বছর তিনি নতুন কুড়ি প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার লাভ করেন।
এর মধ্যে মম তিনটি চলচ্চিত্র ও অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। ‘দ্বারুচিনি দ্বীপ’-এ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। উল্লেখ্য, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশুনা করেছেন।
‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপক নাবিলা। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মঙ্গলবার রাত ৮টায় এবং পুনঃপ্রচার করা হয় পর দিন বুধবার সকাল ৮টা ১৫ মিনিট ও বিকাল ৪টায়।
সাতদিন/এমজেড