সকাল ১০টা ২০ মি, ৭ এপ্রিল, বৈশাখী টেলিভিশন

আলাপ-এর অতিথি ফেরদৌস ওয়াহিদ

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: দীপ্তি

বাংলাদেশের পপসংগীতের জগতে উজ্জ্বল নক্ষত্র ফেরদৌস ওয়াহিদ আসছেন বৈশাখী টেলিভিশনের আড্ডা’র অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হিসেবে। যাঁদের হতা ধরে বাংলাদেশে পপসংগীতের বিকাশ শুরু হয়েছে তাঁদেরই একজন ফেরদৌস ওয়াহিদ। ১৯৭০ ও ৮০’র দশকে পপসংগীতের ব্যাপক জনপ্রিয়তার পিছনে রয়েছে ফেরদৌস ওয়াহিদের বিরাট অবদান। এই প্রবীন শিল্পী এখনও যুক্ত রয়েছেন গান বাজনার সাথে। তাঁর ছেলে হাবীব ওয়াহিদও পিতার যোগ্য উত্তরসুরী হিসেবে বাংলাদেশের সংগীত জগতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান।

‘আলাপ’-এর আড্ডায় তিনি জানাচ্ছেন তাঁর দীর্ঘ সংগীত জীবনের নানা স্মৃতিময় ঘটনা, বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব এবং সঞ্চালনার দায়িত্বে আছেন দীপ্তি। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৭ এপ্রিল সকাল ১০টা ২০ মিনিটে।

সাতদিন/এমজেড

৭ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›